শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)  জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন। যিনি একটি  থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। ঘটনাটি ২২ ডিসেম্বর ২০২৪ সালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ঘটে।

এনওয়াইপিডি জানিয়েছে, ওই নারী একটি থেমে থাকা 'এফ' ট্রেনের ভেতরে সকাল ৭:৩০ মিনিটে নিথর অবস্থায় বসে ছিলেন। এই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আক্রমণের আগে তাদের মধ্যে কোনো কথোপকথন হয়নি এবং তারা পরস্পরকে চিনতেন না বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন। সন্দেহভাজন ব্যক্তি ট্রেন থেকে নেমে যায়, আর স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুনের দিকে দৌড়ে যান। পুলিশ কর্মকর্তারা ট্রেনের ভেতর একজন ব্যক্তিকে পুরোপুরি আগুনে জ্বলতে দেখেন।

অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পুলিশ আগুন নেভায়। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করেন। রোববার পরবর্তী সময়ে সাবওয়ে যাত্রার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা এখনো ভুক্তভোগীর পরিচয় এবং আক্রমণের কারণ তদন্ত করছে। নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন যাত্রী চলাচল করে, যেখানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সাবওয়েতে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৫।

চলতি মাসের শুরুর দিকে, সাবওয়ের আরেকটি ঘটনার রায়ে জুরি ড্যানিয়েল পেনিকে ফৌজদারি অবহেলার কারণে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়। সাবওয়ের ভেতরে জর্ডান নিলি নামে এক গৃহহীন ব্যক্তির মৃত্যু নিয়ে এ মামলা হয়েছিল। নিলি যাত্রীদের দিকে চিৎকার করার সময় পেনি তাকে পেছন থেকে চেপে ধরে কয়েক মিনিট ধরে শ্বাসরোধ করে রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়