শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফেরির সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ, নিহত ১৩

ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা খেয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

বুধবার বিকেল গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, স্পিডবোটটি ফেরিতে ধাক্কা দেওয়ার আগে চক্কর দিচ্ছে। পরে ফেরিটি ডুবে যায়। 

ভারতীয় নৌ–সেনা বলেছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌসেনা উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

বিবিসি জানিয়েছে, এলিফ্যান্টা গুহার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌ–সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়।

মুম্বাই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। 

এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়