শিরোনাম
◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। তিন মাস পরই প্রধানমন্ত্রীর পতনের এ ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণার আগে বায়রু ও ম্যাখোঁর মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়।

ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।

১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক। এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন।

২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাখোঁকে সমর্থন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাখোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন।

চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয়।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন ম্যাখোঁ। বায়রু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন বাজেট বিল। প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। তখন ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চেয়েছিলেন।

এমন পরিস্থিতিতে সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বার্নিয়েকে ক্ষমতা ছাড়তে হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন পার্লামেন্টে পাসের জন্য বাজেট তৈরির চ্যালেঞ্জ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়