পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ইহুদি বসতি পরিদর্শনের কাজ অসমাপ্ত রাখতে হয়েছে।
হিব্রু ভাষার দৈনিক ইয়াদিওত আহারোনোত জানিয়েছে, নেতানিয়াহু যখন উত্তর ইসরাইলের ‘আল-মাতালা’ বসতি পরিদর্শন শুরু করবেন তখন সেখানে হিজুবল্লাহর নিক্ষিপ্ত একটি ড্রোন আছড়ে পড়ে। হিব্রু দৈনিকটির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার পর পরিদর্শন কর্মসূচি স্থগিত করেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী।
গত বছরের অক্টোবর মাস থেকে ইসরাইলের উত্তরাঞ্চীয় ইহুদি বসতিগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এটির হামলা থেকে বাঁচতে বহু বসতি জনমানবশূন্য হয়ে পড়েছে এবং যেসব বসতিতে লোকজন বসবাস করছে তারা তাদেরকে রক্ষা করতে না পারার কারণে নেতানিয়াহু সরকারের প্রচণ্ড সমালোচনা করছে।
এ ধরনের সমালোচনা থেকে বাঁচতেই মূলত যুদ্ধবাজ প্রধানমন্ত্রী মাতালা বসতি পরিদর্শন করতে গিয়েছিলেন। কিন্তু তার পক্ষে সে পরিদর্শন কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি।
ইসরাইলি বসতি স্থাপনকারীরা অভিযোগ করছে, শুধু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয় বরং ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রেও তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল বলেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য করে ২৬ হাজার ৩৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ গাজা ও লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ইরান, ইয়েমেন, ইরাক ও সিরিয়া থেকেও ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
আপনার মতামত লিখুন :