শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের হরিয়ানায় গরুর মাংস থাকার অভিযোগে যুবককে পিটিয়ে খুন

ভারতের হরিয়ানায় গরুর মাংস থাকার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এরপর সেই মাংস ল্যাবে পরীক্ষার জন্য দিয়েছে পুলিশ। পরীক্ষার পর দেখা যায় তা গরুর মাংস নয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ২২ বছর বয়সী সাবির মালিককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল। তার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে তিনি গো মাংস খান। এই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাদের মধ্যে ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপি শাসিত হরিয়ানায় সাবিরা নামে ওই শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি তার ঝুপড়িতে গোমাংস রেখেছেন। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল। এরপর সেই মাংস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। শনিবার পুলিশ জানিয়েছে সেখানে যে মাংস পাওয়া গিয়েছিল তা গো মাংস নয়। 

সূত্রের খবর, সাবির একটি ঝুপড়িতে বাস করতেন। সেখানে তার স্ত্রী ও সন্তানও থাকত। তিনি কাগজ কুড়নোর কাজ করতেন।  

হরিয়ানার ডিএসপি ভারত ভূষণ সাংবাদিকদের জানিয়েছেন, মাংসের নমুনা ওই ঝুপড়ি থেকে সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। ফরিদাবাদের একটি ল্যাবে সেটা পাঠানো হয়েছিল। আমরা তার রিপোর্ট পেয়েছি। সেখান থেকে বলা হয়েছে এটা গরুর মাংস নয়। 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্লাস্টিকের বোতল দেওয়া হবে এই প্রলোভনে ওই যুবককে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শুরু হয় মার। তাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয়। একটা পর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার দেহ ওই ঝুপড়ির কাছ থেকে মিলেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়