শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ হাজার ‘ভারতীয়’ শিক্ষার্থী কানাডায় ওয়েটারের চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে

কানাডায় একটি রেস্টুরেন্টে ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয় লাইনে দাঁড়িয়ে আছেন, এমন একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে বলা হচ্ছে, লাইনে প্রায় ৩ হাজার অভিবাসী শিক্ষার্থী রয়েছেন, যাদের বেশিরভাগই ভারতীয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভিডিওর শিরোনাম ছিল ‘কানাডার ভয়ংকর চিত্র’। তন্দুরী ফ্লেম নামে কানাডার ব্রাম্পটন শহরে নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেই শিক্ষার্থীরা ওয়েটার হওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ ভিডিওটি পোস্ট করেন মেঘ আপডেটস নামে এক গ্রাহক। ক্যাপশনে বলা হয়, ‘কানাডায় ভয়ংকর চিত্র। প্রায় ৩ হাজার শিক্ষার্থী (বেশিরভাগ ভারতীয়) ওয়েটার এবং সার্ভেন্টের চাকরির জন্য ব্রাম্পটনের একটি রেস্তেরাঁর বাইরে লাইন ধরেছে। সম্প্রতি রেস্তোরাঁটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ট্রুডোর কানাডায় কী বেকারত্ব চলছে? ভারত থেকে যারা বড় হওয়ার স্বপ্ন নিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আরও গভীরভাবে ভাবতে হবে।’

এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এনডিটিভি। তবে অনলাইনে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন, সবার বোঝা উচিত যে এখন বিদেশে যাওয়ার উপযুক্ত সময় নয়।

আবার অনেকে বলছেন, বিষয়টি খুবই স্বাভাবিক। সেখানে অনেক শিক্ষার্থীই রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করে থাকেন। যদি তারা পড়াশোনা করে এবং রেস্টুরেন্টে খণ্ডকালীন চাকরি করে তবে তাদের বেকার বলা যায় না। পশ্চিমা দেশগুলোর সংস্কৃতিই এমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়