শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জান্তাকে আরও ছয়টি যুদ্ধবিমান দিল চীন

ইরাবতি : মিয়ানমারে বেসামরিক নাগরিকদের উপর জান্তা সরকারের বিমান বাহিনীর মারাত্মক বিমান হামলার মধ্যে আরো ৬টি জঙ্গী বিমান দেশটিতে এসে পৌঁছেছে। গত আগস্টে আরও ছয়টি এফটিসি-২০০০জি মিডরেঞ্জ ফাইটার জেট মিয়ানমারে এসে পৌঁছে। মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি ছাড়াও বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর তীব্র লড়াই চলছে। যেসব অঞ্চল হাতছাড়া হয়ে যাচ্ছে বিদ্রোহীদের কাছে সেসব এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করছে মিয়ানমারের বিমান বাহিনী। 

যুদ্ধবিমানগুলি গত ২০২০ সালে চীনের কাছ থেকে কেনার উদ্যোগ নেয় মিয়ানমার। কিন্তু কোভিড মহামারী ও এবং চীনের কঠোর নিয়ন্ত্রণ নীতির কারণে এতদিন এগুলো আসেনি। এছাড়া বিমানগুলো উড্ডয়নে পাইলট প্রশিক্ষণ বিলম্বিত হয়েছিল। এই বছরের আগস্টে দ্বিতীয় ব্যাচ আসার আগে সরকার ২০২২ সালের নভেম্বরে ছয়টি যুদ্ধবিমান সরবরাহ করেছিল।

নতুন বিমানগুলি দক্ষিণ শান রাজ্যের নামহসান এয়ারবেসে মোতায়েন করা হয়েছে, যেখানে মিয়ানমারের পাইলটরা পরিচিতি প্রশিক্ষণ নিচ্ছেন। ২০২১ সালের অভ্যুত্থানের পরে বিমান বাহিনী থেকে পদত্যাগ করেন এমন একজন প্রাক্তন সার্জেন্ট যিনি জেয়া নামি পরিচিত তিনি এ তথ্য দিয়েছেন। 

এধরনের জঙ্গি বিমান দুই-সিটের জেট ফাইটার যা আক্রমণ, প্রশিক্ষণ, আকাশে  নজরদারি, টহল মিশন, রিকনেসান্স, ইলেকট্রনিক যুদ্ধ, ক্লোজ-ইন এয়ার সাপোর্ট এবং এয়ার এসকর্টের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি ৩ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে - ক্ষেপণাস্ত্র, রকেট বা বোমা - এবং প্রধানত স্থল লক্ষ্যবস্তুতে বিমান হামলায় ব্যবহার করা হয়।

বিশ্লেষকদের মতে, স্ট্র্যাফিংয়ের জন্য ডিজাইন করা একটি নিম্ন-উড়ন্ত বিমান হিসাবে, এটি শুধুমাত্র সর্বোচ্চ ১৬ হাজার মিটার উচ্চতায় কাজ করতে পারে, এটি পোর্টেবল সারফেস-টু-এয়ার মিসাইলগুলির জন্য অরক্ষিত রাখে যা ৫,০০০ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

গত আগস্টে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সাথে দেখা নাইপিতাওতে এক বৈঠকে বসেন। বৈঠকের পরে, জান্তা স্কুল, হাসপাতাল এবং একটি ত্রাণ শিবির সহ বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৪০ টি বিমান হামলা চালিয়েছে, দ্য ইরাবদির রেকর্ড অনুসারে, এসব হামলায় ডজনখানেক শিশু সহ কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছে।

সার্জেন্ট জেয়া বলেন, চীন বিভিন্ন দিক দিয়ে মিয়ানমার সরকারকে সহায়তা করছে, বিমান শক্তির কথাই ছেড়ে দিন। চীনা প্রকৌশলীরা সরকারের জন্য ওয়াই-এইট বিমানের ওভারহল করছেন। বিমান বাহিনীর বহরে থাকা বেশিরভাগ যুদ্ধবিমান হয় চীনা বা রাশিয়ার তৈরি। [চীনের সামরিক বাহিনী] মিয়ানমারের বিমান বাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। 

১৬ জানুয়ারী, উত্তর শান রাজ্যের কুটকাই টাউনশিপের নাম ফাট কার গ্রামে বোমা হামলার সময় একটি এফটিসি-২০০০জি বিমান কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি গুলি করে ভূপাতিত করে। শান, রাখাইন, কাচিন এবং কায়াহ (কারেন্নি) রাজ্য এবং সাগাইং অঞ্চলে বেসামরিক জনগোষ্ঠীর উপর সরকার তার বিমান হামলা বাড়ায় নতুন যুদ্ধবিমানগুলি চীন থেকে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়