শিরোনাম

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট : ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে দুইজন পাইলট ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধবিমান থেকে বের হতে সক্ষম হন। ভারতের বিমান বাহিনী জানায়, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, বারমেরের আবাসিক এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কাওয়াস গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। যার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানের একজন পাইলট ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে এবং অপর পাইলট ঘটনাস্থল থেকে কিছু দূরে নামতে পেরেছিলেন।

গ্রামবাসীরা পাইলটের কাছে পৌঁছালে পাইলট বলেন, আমরা আপনাদের গ্রামকে বাঁচিয়েছি। আমার এক বন্ধু প্লেনের কাছাকাছি কোথাও পড়ে গেছে। তার সাহায্য দরকার। তার দ্রুত সন্ধান করুন এবং আমাদের অবস্থান সম্পর্কে বিমান বাহিনীকে অবহিত করুন।

সুত্র : আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়