শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ০২:০৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিদ রিয়াজঃ রাশিয়ার কুরস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। তবে কখন এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। দেশটি রাশিয়ায় হামলা অব্যাহত রেখেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে রাশিয়ায় দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানিয়েছে ইউক্রেন।

দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেসচুক। পোস্টে তিনি লিখেছেন, আরো একটি সেতু ধ্বংস করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং কালো ধোঁয়া উড়ছে।

সম্প্রতি কুরস্কের গ্লুসকোভো জেলার কাছে সিম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে ইউক্রেনের বাহিনী।

সেনাসহ রসদ সরবরাহে সেতুটি ব্যবহার করত রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভেতরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। রুশ সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে সুদজা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।

তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে মস্কো। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে এ বিষয়ে বক্তব্য দেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া এবং ইউক্রেন তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তির পরিকল্পনা করছিল। এই চুক্তির সম্ভাব্য আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত। কিন্তু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ফলে সেই আলোচনা বন্ধ হয়ে যায়।

জাখারোভা এই প্রতিবেদনের জবাবে বলেন, ‘কোনো আলোচনা বা চুক্তির প্রক্রিয়া নিয়ে কিছু ফাঁস করা হয়নি, কারণ এমন কিছু ছিলই না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়