ইমরুল শাহেদ: [২] গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি কারাগারে থাকলেও তার জন্মদিন কখনো নীরবে পালিত হয় না। ১৯ জুন ছিল সুচির জন্মদিন। সুচি এ বছর পা দিয়েছেন ৭৯ বছরে। এদিন দেশের গণতন্ত্রপন্থী কর্মী ও বিদ্রোহী গ্রুপগুলো তার সম্মানে ‘রোজেস দ্যাট নেভার বো ডাউন’ থিমের আওতায় ফ্লাওয়ার স্ট্রাইক করেছে। সূত্র: ইরাবতি
[৩] এই স্ট্র্ইাক করা হয়েছে সামরিক জান্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার জন্য। কারণ সামরিক জান্তা তাকে বার বার কারাগারে নিয়েছে। প্রথম তাকে কারাবন্দি করা হয় ১৯৮৮ সালে সামরিক অভ্যুত্থানের সময়। এরপর আটক করা হয়েছে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে।
[৪] গ্রামীণ এলাকা থেকে বড় শহর পর্যন্ত, মিয়ানমারের অভ্যন্তরে এবং মিয়ানমার প্রবাসীদের মধ্যে, পাশাপাশি বিশ্বজুড়ে আন্তর্জাতিক বন্ধুরা, তার জন্মদিন পালন করে চলেছেন এবং তাকে স্বাধীনতার আহ্বান জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং আটক নেতার সুস্বাস্থ্য কামনা করছেন। সম্পাদনা: এম খান
আইএস/এমকে/একে