ইকবাল খান: [২] গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি সেতুতে ধাক্কা মেরেছিল কন্টেইনারবাহী জাহাজ এম ভি দালি। প্যাটাপস্কো নদীতে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল সেতুটি। সূত্র: রয়টার্স
[৩] সেতুর একটি ভাঙা অংশ নিয়ে বিড়ম্বনায় পড়েছিল কর্তৃপক্ষ। সোমবার মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে ওই অংশটি। এখন ক্রেনে ভাঙা অংশগুলি দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন বাল্টিমোরের মেয়র ব্র্যানডন এম স্কট। তারপরেই সরানো যাবে এম ভি দালিকে।
আইকে/এইচএ