শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৪১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর ইরান সফর 

রাশিদুল ইসলাম: [২] পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ইউন জং হো ইরান সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। আরটি

[৩] শেষবার পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা ২০১৯ সালে তেহরানে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন।

[৪] উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হো-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিমানে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেসিএনএ সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

[৫] ফেব্রুয়ারিতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ইসলামী বিপ্লবের ৪৫তম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একটি অভিনন্দন বার্তা পাঠান। কিম আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যৌথ সংগ্রামের পথে গড়ে ওঠা আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ঐতিহ্যবাহী সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত ও বিকাশ লাভ করবে।’

[৬] মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত মঙ্গলবার বলেছেন যে ওয়াশিংটন পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে তেহরান এবং পিয়ংইয়ংয়ের মধ্যে কথিত সহযোগিতার বিষয়ে ‘অবিশ্বাস্যভাবে উদ্বিগ্ন’। দুই দেশ তাদের অস্ত্র কর্মসূচির জন্য কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

[৭] গত সপ্তাহে, দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস), বলেছে যে ‘অতীতে উত্তর ও ইরানের ক্ষেপণাস্ত্র সহযোগিতার পরিপ্রেক্ষিতে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে উত্তর কোরিয়ার প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল কিনা তা নিয়ে নজর রাখা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়