শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক তরুণ জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলি-আমেরিকান জিম্মির নাম হার্শ গোল্ডবার্গ-পোলিন। হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান  ইসরায়েলে চালিয়ে যেসব ইসরায়েলিকে জিম্মি হিসেবে ধরে এনেছিলেন গোল্ডবার্গ-পোলিন(২৩) তাদের একজন।
 
[৩] ওই দিন তিনি গুরুতর আহত হন। গোল্ডবাগ-পোলিন যে বেঁচে আছেন, তার প্রথম প্রমাণ হল বুধবার প্রকাশিত এই ভিডিও। নোভা গানের উৎসব থেকে তাকে ধরে এনেছিলেন হামাস যোদ্ধারা। ওই দিন ইসরায়েলের অভ্যন্তরে হামাসের এ নজীরবিহীন অভিযানে  ১১৩৯ ইসরায়েলি নিহত হয়। আর দুই শতাধিক জিম্মি হিসেবে আটক করে হামাস।

[৪] ৭ অক্টোবর ধারণ করা একটি ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে জিম্মি করতে দেখা গিয়েছিল। তাতে দেখা যায়, এই তরুণের এক হাতে গুরুতর জখম। বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুড়ার সময় গোল্ডবার্গ-পোলিনের এক হাতের কনুই থেকে নিচের অংশ উড়ে যায়।

[৫] বুধবার প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। ভিডিওতে তিনি নিজের পরিচয় এবং জন্মতারিখ ও মা-বাবার নাম বলেছেন।

[৬] ক্যামেরার দিকে তাকিয়ে গোল্ডবার্গ-পোলিন বলেন, তিনি এখানে প্রায় ২০০ দিন ধরে আছেন। তার অর্থ দাঁড়ায়, ভিডিওটি মঙ্গলবারের আগে ধারণ করা হয়েছে। কারণ, মঙ্গলবারই এই যুদ্ধের ২০০ দিন পূর্ণ হয়েছে।

[৭] ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে। এ সময় তিনি নিজের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ভিডিও শেষ হয়েছে তার একটি আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে। আর তা হলো, ছুটির এই সময়ে পরিবারকে তিনি কিছুটা হলেও স্বস্তি দিতে পারছেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়