শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহতে ‘খুব শিগগিরই’ স্থল হামলা চালাবে ইসরায়েলি বাহিনী : রিপোর্ট

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলি সেনাবাহিনী কয়েক দফায় এ হামলা চালানো হবে। গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচারে আরও বলা হয়েছে, এ জন্য রাফাহতে অবস্থিত প্রায় ১৪ লাখ বাস্তচ্যূত ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন  হবে।  সূত্র: আনাদোলু

[৩] অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের সংবাদদাতা ইতেই ব্লুমেন্টাল বলেন,, সেনাবাহিনী রাফাহতে আশ্রয়গ্রহণকরী বাস্তচূত লোকদেরকে সেখানে থেকে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে সম্প্রতি প্রস্তত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হবে।[৪] ব্লুমেন্টাল বলেন, যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অজ্ঞতনামা কয়েকটি দেশের কাছে স্থল হামলার এই পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। রাফাহ শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে কয়েক দফায় এ হামলা চালানো হবে এবং সেখানকার বাসিন্দাদেরকে তা আগাম জানানো হবে।

[৫] ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, রাফাহ থেকে লোকদেরকে সরিয়ে নিতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। কানের সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহতে হামলা পরিকল্পনার চতুর্থ সংশোধনী আনে। মার্কিন আপত্তির কারণে এ সংশোধনী আনা হয়।

[৬] কান সংবাদদাতা বলেন, অসামরিক লোকজনের প্রাণহানির আশংকার কারণে যুক্তরাষ্ট্র রাফাহতে স্থল অভিযানের বিরোধিতা করে। অবশেষে তারা অবশ্য অঞ্চলটিতে প্রবেশের গুরুত্বের কথা উপলব্ধি করতে সক্ষম হয়েছে।

[৭] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। ২০০ দিন ধরে চলা এ হামলায় অন্তত ৩৪,২০০ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ হাজারেরও বেশি আহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়