শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মাদক ‘জাইলাজিন’ ব্যবহারে পশুর মতো আচরণ করছে মাদকসেবীরা

ইমরুল শাহেদ: [২] এই ওষুধ পশুদের চিকিৎসায় ব্যবহৃত হয়। গরু ও ঘোড়ার জন্য ট্রাঙ্কুইলাইজার হিসেবে প্রয়োগ করা হয় জাইলাজিন। এবার সেই ওষুধই কিছু অসাধু মাদক ব্যবসায়ী মিশিয়ে দিচ্ছেন বেআইনি মাদকে। মাদকের সঙ্গে এমন ডোজে মেশানো হচ্ছে জাইলাজিন যে সেটা মারাত্মক ড্রাগে পরিণত হচ্ছে। সূত্র: দি ওয়াল

[৩] সম্প্রতি হেরোইনের মতো এই ওষুধ দিয়ে নেশা করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে অনেককে। বিশেষ করে কমবয়সিদের মধ্যে এই ড্রাগের নেশা ছড়িয়ে পড়েছে। আর নেশা এমনই সাঙ্ঘাতিক যে তা চিরঘুমের দেশে নিয়ে যাচ্ছে মাদক সেবনকারীকে। শুধু তাই নয় ভয়ঙ্কর সব রোগের উপসর্গ দেখা দিচ্ছে, আচরণ ঠিক পশুর মতো হয়ে যাচ্ছে। 

[৪] এই ওষুধের এক ডোজেই নাকি পশুর মতো আচরণ করছে মানুষজন। নেশা এমন মারাত্মক যে নিজের ওপর নিয়ন্ত্রণই থাকছে না। বিকৃত হয়ে যাচ্ছে চোখ-মুখ, পচতে শুরু করে গায়ের চামড়া। অনেককেই দেখা গেছে রাস্তাঘাটে ধুঁকতে ধুঁকতে পড়ে গিয়ে অদ্ভুত আচরণ করছেন। অনেক কমবয়সির মৃত্যুর খবরও পাওয়া গেছে। তাদের পরীক্ষা করে রক্তে ওই ওষুধের উপাদান পাওয়া গেছে। এই চিত্র এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এবং যুক্তরাজ্যের কিছু এলাকায়ও লক্ষ্য করা যাচ্ছে। 

[৫] বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রাগের সঙ্গে ফেন্টানাইল মিশিয়ে আরও মারাত্মক ড্রাগও তৈরি হচ্ছে। এই ড্রাগের ডোজ সামান্য বেশি হলেই নির্ঘাত মৃত্যু। এমনকী অল্প ডোজেও শ্বাসযন্ত্র বিকল হয়ে যাচ্ছে, প্রচন্ড ঝিমুনি ও ক্লান্তি গ্রাস করছে। গোটা শরীরের চামড়া পচতে শুরু করছে ডোজ নেওয়ার অল্প সময়ের মধ্যেই। স¤প্রতি এই জম্বি ড্রাগের নেশা করতে গিয়ে কয়েকজন ব্রিটিশ যুবক-যুবতীর মৃত্যু হয়েছে। তাদের পরীক্ষা করে দেখা গেছে, ড্রাগ নেওয়ার কিছু সময় পরেই তারা স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারায়। ত্বকে বড় বড় ক্ষত তৈরি হয় নিজে থেকেই। শুকিয়ে যেতে শুরু করে চামড়া। সেখানে পচন ধরতে শুরু করে। 

[৬] ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথম এক জম্বি ড্রাগের কথা জানা যায়। নাম ‘ফ্লাক্কা’। ফ্লোরিডায় বহু মাদকাসক্তের জম্বির মতো অস্বাভাবিক আচরণের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ড্রাগের প্রভাবে হঠাৎ উত্তেজনা, ঝিমুনি, ক্রোধ, আক্রমণের চেষ্টা, অনিয়ন্ত্রিত অঙ্গ সঞ্চালনের মতো উপসর্গ দেখা গিয়েছিল। সম্পাদনা: সমর চক্রবর্তী

আইএস/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়