শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৯:১২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা জারির আতঙ্কে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক নেতানিয়াহুর 

এম খান: [২] গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)গ্রেপ্তারি পরোয়ানা জারির জারির পরিকল্পনায় উদ্বিগ্ন নেতানিয়াহু জরুরি বৈঠক করেছেন। সূত্র: টাইমস অব জেরুজালেম

[৩] চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিসর গ্রেপ্তারি পরোয়ানা জারি কিভাবে ঠেকানো যায় তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার  রাতে নেতানিয়াহু জরুরি বৈঠক করেন তিনজন মন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে। 

[৪] শিগগির আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে বলে তেলআবিব ঈঙ্গিত পাওয়ার পরই ওই বৈঠক ডাকা হয়। বিষয়টি বিশেষ একটি সূত্রের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পেরেছে ইসরায়েলি সরকার। 

[৫] ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর টাইমস অব ইসরায়েলকে এটা নিশ্চিত করেছে যে এ বৈঠক হয়েছৈ।  

[৬] টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ ও জার্মান সরকারের সহযোগিতাও চেয়েছেন নেতানিয়াহু। সূত্র: জেরুজালেম পোস্ট

[৭] ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েল সফর করেছিলেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে ব্যর্থ হন তিনি। তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো কাকতালীয় ঘটনা নয়।

[৮] তিনি আরও বলেন, গাজায় যেসব সহিংসতা আগে হয়েছে, তা এখনো হচ্ছে। এসব সহিংসতা হামাস ও আইডিএফের পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন করিম খান। এমনকি, এ সংক্রান্ত কিছু সাক্ষ্যপ্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়