শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার (১৯ এপ্রিল)। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সূত্র : আল-জাজিরা

[৩] বিবিসি জানায়, ভারতের ৭ দফার জাতীয় নির্বাচনের এই প্রথম দফায় ১০২ আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন রয়েছে। তা হল: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার  ও কোচবিহার লোকসভার আসন।

[৪] এ নির্বাচনে প্রধানত কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ও দুই মেয়াদে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

[৫] ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল বা জোট দেশটিতে সরকার গঠন করে থাকে। ভারতে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ।

[৬] এ নির্বাচনে প্রধানত কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ও দুই মেয়াদে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল বা জোট দেশটিতে সরকার গঠন করে থাকে। ভারতে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ

[৭] প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরেন্দ্র মোদি মন্ত্রিসভার আট মন্ত্রী। বেশ কয়েক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। ২০১৯ সালে উত্তরবঙ্গের তিন কেন্দ্রসহ ১০২টি আসনের মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে বিপুল জয় পেয়েছিল তারা। এবারও সেখানে কয়েকটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।

[৮] ভোট শুরুর ঠিক আগে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা এবং অসমিয়সহ মোট ছয় ভাষায় পোস্ট করেন তিনি। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়