শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

সাজ্জাদুল ইসলাম: [২] সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বজ্রসহ প্রবল বর্ষণ দেশটির আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। অস্বাভাবিক ঝড়বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কবলে পড়েছে ইউএই। সূত্র: বিবিসি

[৩] ১৯৪৯ সালের পর রেকর্ড বৃষ্টিপাতের তৃতীয় দিনেও বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশিরভাগ এলাকা। বিশেষ করে দুবাই শহরের স্থবিরতা এখনও কাটেনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। সূত্র: সিএনএন

[৪] বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিদেশিদের জন্য টার্মিনাল ১ এ অভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও তা বিলম্ব হচ্ছে। 

[৫] বিশ্বের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস জানিয়েছে, ৯ ঘণ্টা বিলম্বের পর, তারা দুবাইতে মধ্যরাতের যাত্রীদের সকাল ৯টা থেকে চেক ইনের কাজ পুনরায় শুরু করবে।

[৬] বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সূত্র : বিবিসি 

[৭] সিএনএন জানায়, ওমান উপসাগরের দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে ইরানের দক্ষিণ অঞ্চল এবং উপসাগরীয় দেশ  ওমানেও  বিরূপ আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টিজনিত বন্যায় ওমানে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

[৮] দুবাইয়ের বৃষ্টি-বন্যার পেছনে মেঘের বীজ ছড়ানোর বিষয়ে ভ্রান্তিকর গুজব শোনা যাচ্ছে। আসলে কি কারণে এমন অস্বাভাবিক বিপুল বৃষ্টিপাত হল তা বিশ্লেষণ করা হয়েছে এ সম্পর্কিত বিবিসির প্রতিবেদনে।

[৯] ইউএই’র উপকুলে অবস্থিত দুবাই নগরী খুবই শুস্ক। দেশটিতে যেখানে বছরে গড়ে প্রায় ১০০ মিমিরের(৩.৯ ইঞ্চি) কম বৃষ্টিপাত হয়। সেখানে  সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৫৬ মিমি(১০ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। 

[১০] দেশটির কেবল আল-আইন শহরে গত ২৪ ঘন্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুবাই থেকে শহরটি ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। দুবাইয়ে আটকেপড়া পর্যটকরা জানান, তারা ডিউটি ফ্রি অবস্থায় সেখানে অবস্থান করছেন।

[১১] ইউনিভার্সিটি অব রিডিংএর আবহাওয়াবিদ অধ্যাপক মার্টিন আম্বাউম বলেন, ‘স্বল্পচাপের’ আবহাওয়া ব্যবস্থার স্থবির হয়ে পড়ায় আর্দ্র বাতাস ছুটে এসে অন্যান্য আবহাওয়া ব্যবস্থা অচল করে দেয়। এর ফলেই সেখানে এতো বিপুল পরিমান বৃষ্টিপাত হয়েছে।

[১২] তবে জলবায়ুর পরিবর্তন এক্ষেত্রে ভূমিকা পালন করেছে কিনা তা নিরূপন বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটি সত্য যে, গরম বাতাস প্রতি সেলসিয়াস তাপমাত্রার বিপরিতে অতিরিক্ত ৭ শতাংশ আদ্রতা ধারণ করতে পারে।

[১৩] আবহাওয়াবিদ ড. ফ্রেইডরিক অট্টো বলেন,মানুষ তেল,গ্যাস ও কয়লা ব্যবহার অব্যাহত রাখলে ভারী বৃষ্টিপাত ও বন্যা হতে থাকবে। সম্পাদনা: এম খান

এসআই/আইকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়