শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ ইরানে হামলা চালালে আমরা তার হাত কেটে ফেলবো: সামরিক মুখপাত্র

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর তেলআবিব ও তেহরান পরস্পরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার হুমকির মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও হত্যাকান্ড এবং অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিনিদের ওপর ইহুদী বসতিস্থাপনকারীদের হামলা-তাণ্ডব অব্যাহত রযেছে। সূত্র: আল-জাজিরা

[৩] ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা যুদ্ধের বিস্তার চাই না। তবে যেই আমাদের ওপর হামলা করতে আসবে তার হাত কেটে দেবো।

[৪] ইসরায়েলের সেনা প্রধান হারজি হালেভি তাদের সেনাদের বলেছেন, আমাদের দেশের ওপর ইরানের হামলার জবাব আমরা অবশ্যই দেবো।

[৫] গাজা সিটির আলশিফা হাসপাতালে গণকবর পাওয়া গেছে। সেখান থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

[৬] অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদী বসতিস্থাপনকারী ও সেনাদের তান্ডব ও হামলা অব্যাহত রয়েছে। তারা অন্তত দুই জন ফিলিস্তিনিকে হত্যা এবং তাদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আরও ইসরায়েলি সেনা তলব করা হয়েছে।

[৭] গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। এতে অন্তত ৩৩ হাজর ৭৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬ হাজার ৪৬৫ জন আহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়