এম খান: [২] অরুণাচলে নিজেদের অধিকার প্রদর্শন করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩০টি জায়গার নাম বদলে চিনা নাম রাখল বেইজিং। সূত্র: আনন্দবাজার
[৩] গত ছ’-সাত বছরে একাধিক বার এই কাজ করেছে তারা। এবার নাম বদলের চতুর্থ তালিকা প্রকাশ করেছে চীনের জনকল্যাণ মন্ত্রণালয়। এই ঘটনায় ক্ষুব্ধ দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাম বদলালেই সেটা ওদের (চীনের) হয়ে যাবে না!
[৪] হংকংয়ের একটি দৈনিক সূত্রে আনন্দবাজার জানায়, জাংনানের (অরুণাচলকে দেয়া চীনের নাম) ৩০টি জায়গার ভৌগোলিক নাম পরিবর্তন করেছে বেইজিং। এর মধ্যে ১১টি জায়গা বসতি এলাকা। ১২টি পার্বত্য অঞ্চল, চারটি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ (মাউন্টেন পাস) ও একখণ্ড জমি। চিনা মন্ত্রণালয়ের পক্ষে ওই সব অঞ্চলের মানচিত্রও প্রকাশ করা হয়েছে।
[৫] ২০১৭ সালে প্রথম নাম বদল করেছিল চীন। তার পর ২০২১, ২০২৩ এবং সর্বশেষ ২০২৪।
[৬] ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‘আমি যদি আজ আপনার বাড়ির নাম বদলে দিই, সেটা কি আমার হয়ে যাবে? অরুণাচল প্রদেশ চিরকাল ভারতের ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। নাম বদলে কোনও লাভ হবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আমাদের সেনাবাহিনী রয়েছে।’’
আইকে/এইচএ
আপনার মতামত লিখুন :