শিরোনাম
◈ নিরপেক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সেনা পদোন্নতির পরামর্শ প্রধান উপদেষ্টার ◈ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি ◈ ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান ◈ ‘৪০ বছরের ব্যবসা জীবনে মার্কিন শুল্ক আরোপের এমন সংকট আর আসেনি’ ◈ বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক ◈ দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বাংলাদেশের অবস্থানপত্র ◈ প্রেমিককে প্রকাশ্যে আনলেন ভার‌তের ক্রিকেটার স্মৃতি মান্ধানা ◈ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে

মনিরুল ইসলাম: আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে বলে মনে করছে শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে এই মন্তব্য করেন তারা। জলবায়ু পরিবর্তন, জেন্ডারভিত্তিক সহিংসতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠানে  এ তথ্য জানানো হয়েছে।  

রাজধানীর ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের অভাবই নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রধান অন্তরায়’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিষয়ের বিপক্ষে খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্রীরা অংশ নেয়। খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মো. ওয়াজেদ আলী বিশ্বাসের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন খিলগাঁও গভঃ কলোনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ইকবাল আহমেদ, বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা অনিকেত আচার্য ও কমিউনিটি অর্গানাইজার পলাশ আচার্য। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। 

ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের ব্যবস্থাপক শেলীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মতিঝিল জোনের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খায়রুল ইসলাম, শিক্ষানুরাগী মো. বাবুল মিয়া, বিএনপিএস’র প্রকল্প সমন্বয়কারি মো. মনিরুজ্জামান প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী দেশের গান, লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়