শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মৌসুমী

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাই একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন মৌসুমী বেগম (২০) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৯মে) বিকালের দিকে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। মৌসুমী বেগম ধামরাই পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম লাকুড়িয়া পাড়ায় বসবাসরত ভ্যান চালক রবিউল ইসলামের স্ত্রী। রবিউলের বাড়ি কুড়ি গ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বাসিন্দা। 
 
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আহমেদুল হক তিতাস সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, মৌসুমী বেগম প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসকসহ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর ১২:৩০ থেকে চেষ্টা করে বিকালের দিকে নরমাল ডেলিভারিতে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহ বধূ। জন্ম নেওয়া নবজাতকরা ওতাদের মা মৌসুমী সুস্থ আছেন।
 
এমন খবরে ধামরাই হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে। পরে নবজাতকের স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন নবজাতকদের দেখতে। ইতিমধ্যে তিন কন্যার নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার।এই দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
 
খুশিতে আত্মহারা হয়ে নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন,“আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদেও প্রচেষ্টায় একসঙ্গে তিন কন্যা সন্তনের বাবা হতে পেরেছি। আমি ও আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত এবং সবার দোয়া কামনা করি।
 
এই বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী জানান, স্বাভাবিকভাবে তিনটি সন্তান জন্ম দেওয়া নেওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমাদের মেডিকেল টিম (গাইনী বিভাগের চিকিৎসকসহ নার্স, মিডওয়াইফ এবং সহযোগীরা) অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রসবটি সম্পন্ন করেছে। এর মধ্যে দুইটি শিশুর ওজন এক কেজির কম থাকায় আমরা তাদের এনআইসিইউ এর জন্য রেফার্ড করেছি। তবে তিন নবজাতক ও মা সুস্থ্য আছেন বলেও জানান এই চিকিৎসক।
  • সর্বশেষ
  • জনপ্রিয়