শিরোনাম
◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসময় সব ছিল তাঁর নিয়ন্ত্রণে, এখন পুরো বিশ্বই যেনো তার বিপক্ষে (ভিডিও)

একসময় সব ছিল তাঁর নিয়ন্ত্রণে—তার ডাকেই গড়তে হত প্রতিটি ঘটনা। ‘আপা’ নামটাই ছিল একটি তাবিজ, যার শব্দে ঘটত নানা অদ্ভুত ঘটনা। আপার হাসি, কথা, আস্থা, এবং উপস্থিতি ছিল দেশের টক অব দ্য কান্ট্রি। যাদের মন চাওয়া ছিল, তারা তাঁর আশীর্বাদ চাইতেন। আপার দিকে একবার তাকালে মনে হত যেন দুনিয়ার সব কিছু তার হাতে। হেলিকপ্টারে চড়তেন, ব্যাংকে জমা ছিল কোটি কোটি টাকা। আপা যা বলতেন, তা-ই হতো। তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন, যিনি সচিবালয় থেকে সংসদ, দোকান থেকে ব্যবসা—সবখানে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন।

তবে, এমন কিছু পৃথিবী নেই যেখানে চিরস্থায়ী রাজত্ব সম্ভব। তেমনই একদিন, হেলেনের মতো আপারও শেষ সময় এল। তাঁর পতন ছিল অনিবার্য। যেমন ফ্যাসিস্ট, নাজি, কিংবা অন্যান্য বিশ্বের শক্তিশালী শাসকরা এক সময় রাজ্য হারিয়েছেন, তেমনি আপাকেও পরিত্যাগ করতে হয়েছিল। তাঁর শাসনকাল শেষ হয়ে এসেছে।

আজ, বাংলাদেশের রাজনীতিতে 'আপা' এখন আর ক্ষমতায় নেই। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর তাঁর পতন নিশ্চিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতে সম্ভাবনা আর কিছুই নেই। শফিকুল আলমসহ অনেকেই মনে করছেন, বাংলাদেশের রাজনীতির 'আপা' চ্যাপ্টার এখন সম্পূর্ণভাবে ক্লোজড।

বিশ্বশক্তি যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই আপাকে 'ডেড হর্স' মনে করছে। এর মানে, আপার অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে।

বিশ্বরাজনীতিতে এখন কেবল একটি বিষয় পরিষ্কার, আপার শেষ পরিণতি হয়েছে। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়