শিরোনাম
◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন আইফোনের লুকানো ৫ দারুণ ফিচার

আইফোনে এমন অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায় থাকে, কিন্তু একবার জানলে ফোন ব্যবহার আরও সহজ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অসাধারণ ফিচার—

১) পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট: এখন স্ক্রিনশট নেওয়া আরও সহজ! শুধু আইফোনের পেছনে দু’বার বা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট নেওয়া যাবে। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → টাচ → ব্যাক ট্যাপ, এরপর ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ নির্বাচন করে স্ক্রিনশট বেছে নিন।

২) টেক্সট শর্টকাট বানান: একই বাক্য বারবার লিখতে ক্লান্ত? ছোট শর্টকাটেই পুরো বাক্য লিখে ফেলুন! যেমন, “ওএমডাবলিউ” লিখলেই দেখাবে “আমি রাস্তায় আছি।” পদ্ধতি: সেটিংস → জেনারেল → কিবোর্ড → টেক্সট রিপ্লেসমেন্ট, এরপর প্লাস (+) আইকনে চাপ দিয়ে বাক্য ও শর্টকাট লিখে সেভ করুন।

৩) কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু: ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা এখন অতীত। পদ্ধতি: ফোনের ওপরের ডানদিক থেকে নিচে নামিয়ে কন্ট্রোল সেন্টার খুলুন। তারপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন, পছন্দমতো সময় ঠিক করে স্টার্ট চাপুন।

৪) দরজার ঘণ্টা বা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন: এই ফিচার চালু থাকলে দরজার ঘণ্টা, শিশুর কান্না বা অ্যালার্মের মতো শব্দ শুনলেই আইফোন আপনাকে নোটিফিকেশন পাঠাবে। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → সাউন্ড রিকগনিশন, তারপর দরকারি শব্দগুলো চালু করুন। বিশেষ করে যাদের শ্রবণ সমস্যা আছে, তাদের জন্য এটি খুবই উপকারী।

৫) রাতে স্ক্রিনের আলো আরও কমান: রাতে আইফোনের আলো চোখে লাগে? এখন সেটি আরও কমানো সম্ভব। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ → রিডিউস হোয়াইট পয়েন্ট, এরপর নিচের স্লাইডার টেনে আলো কমিয়ে নিন। এতে চোখ থাকবে আরও আরামদায়ক ও সুরক্ষিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়