শিরোনাম
◈ মাইলস্টোন ট্র্যাজেডি: ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল তাসনিয়া ◈ নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস খাদে পড়ে নিহত ৫ ◈ দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারি‌য়ে মৌসু‌মে প্রথম জয় পে‌লো চেলসি ◈ ঢাকায় সিসা লাউঞ্জের দাপট: আইনের তোয়াক্কা না করে অভিজাত এলাকায় ফুলেফেঁপে উঠছে নেশার আসর ◈ হংকং ২০ ক্রিকেটার নিয়ে এশিয়া কাপে খেল‌তে যাচ্ছে  ◈ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ ◈ মাওলানা ভাসানী সেতু: উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি হওয়া সেই সেতুতে এবার দুর্ঘটনা, নিহত ১ ◈ জুলাই সনদ আইন বা সংবিধানের ঊর্ধ্বে কি না এমন প্রশ্ন উঠছে কেন  ◈ দলবদল শেষ হ‌তে ১০ দিন বা‌কি, এখন পর্যন্ত ক্লাবগু‌লোর খরচ ২ দশ‌মিক ৩৭ বি‌লিয়ন পাউন্ড

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইলের ডায়াল প্যাড বদলে যাওয়ায় অনেকেই চিন্তিত, আগের মতো করবেন যেভাবে

মোবাইলের ডায়াল প্যাড বদলে যাওয়ায় অনেকেই চিন্তিত। এর কারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে গুগল। ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস।

‘মেটেরিয়াল থ্রি’ এক্সপ্রেসিভ হলো গুগল ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এ জন্যই সবার মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন মোবাইল, তাদের সবার আগে আপডেট হয়েছে।

গুগল ফোনের এই নতুন নকশা শুধু মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।

এ ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীদের কিছু করণীয় রয়েছে। নিচে সেগুলো দেওয়া হলো।

* আপডেট আনইনস্টল করলে আগের মতো চলে আসছে অনেকের।

* ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।

* নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।

* নিজের মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করা।

* মোবাইল রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।

* ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।

* মোবাইল আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়