শিরোনাম
◈ হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত ◈ ইউরোপ ভ্রমণে কড়াকড়ি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কোথায়, কীভাবে, কত টাকা জরিমানা দিতে হতে পারে? ◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন পৃথিবীর’ সন্ধান, কী বলছেন বিজ্ঞানীরা?

পৃথিবীর বাইরে কোথাও প্রাণ আছে কি না—এই প্রশ্ন সবসময়ই মানুষের কৌতূহলের কেন্দ্র। এবার সেই প্রশ্নে নতুন আলো জ্বালালেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা জানিয়েছেন, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রজগৎ আলফা সেন্টরি–তে পাওয়া গেছে এক রহস্যময় গ্রহ। নাম দেওয়া হয়েছে আলফা সেন্টরি এবি। এটাকে বলা হচ্ছে ‘নতুন পৃথিবী’।

চমকপ্রদ বিষয় হলো, এই গ্রহটি রয়েছে তার নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোনে’ বা বসবাসযোগ্য অঞ্চলে। অর্থাৎ এমন দূরত্বে যেখানে পানি তরল আকারে থাকতে পারে, যা জীবনের জন্য সবচেয়ে জরুরি শর্ত। যদি এই তথ্য নিশ্চিত হয়, তবে এটি হবে আমাদের নক্ষত্রের পাশের প্রতিবেশীতে আবিষ্কৃত প্রথম সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহ।

বিজ্ঞানীরা বলছেন, গ্রহটির আকার শনি গ্রহের মতো বড় এবং এটি সূর্য-আলফা সেন্টরির দূরত্বের প্রায় এক থেকে দুই গুণ দূরত্বে ঘুরছে। যদিও ধারণা করা হচ্ছে, এটি একটি গ্যাস গ্রহ, তবুও এর উপস্থিতি মহাবিশ্বে প্রাণের খোঁজের ক্ষেত্রে বড় আশা জাগাচ্ছে।

গবেষক আনিকেট সাংঘি জানান, ‘সিমুলেশনে দেখা গেছে, অনেক কক্ষপথেই গ্রহটি তার নক্ষত্রের খুব কাছে চলে আসত। কিন্তু ফেব্রুয়ারি ও এপ্রিলে জেমস ওয়েবে তোলা ছবিতে আমরা সেটিকে ধরতে পেরেছি।’

বিজ্ঞানীরা এখন আরও বিস্তারিত গবেষণার প্রস্তুতি নিচ্ছেন। তবে যদি সত্যিই আলফা সেন্টরি এবি-তে প্রাণের উপযোগী পরিবেশ পাওয়া যায়, তবে সেটি হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়