শিরোনাম
◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ◈ টিকটক প্রেম থেকে বিয়ে: সুমাইয়ার টানে চীন থেকে মাদারীপুরে শি তিয়ান জিং ◈ দেশের চামড়াশিল্প নিয়ে আমরা অপরাধ করেছি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের 'সমাধান'

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪-এর অধীনে এই লাইসেন্স দেওয়া হয়।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর কপি দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তিব্যবস্থা আইনের ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে সমাধান সার্ভিসেস লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের ভেতরে পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার) হিসেবে লাইসেন্স দেওয়া হলো।

সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয়জন সদস্য আছেন। তাঁরা প্রাথমিকভাবে গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হয়েছেন এম শাহজাহান (গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক) ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আশরাফুল হাসান (গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান)।

প্রসঙ্গত, পিএসপি ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা এনে অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া আটটি পিএসপি রয়েছে। অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও চালডাল ইতিমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়