শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর বিস্ময়: সবচেয়ে শীতল স্থান থেকে অজানা ১০ প্রশ্নের চমকপ্রদ উত্তর

আমাদের পৃথিবীতে বৈচিত্র্যময় আবহাওয়া পরিলক্ষিত হয়। কোথাও কনকনে ঠান্ডা আবার কোথাও উষ্ণ গরম। তবে জানেন কি এই বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানটি কোথায়? যেখানে তাপমাত্রা -৯৮°সে. পর্যন্ত পৌঁছেছে। এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সূর্যের রশ্মিতে কয়টি রঙ থাকে?

উত্তরঃ সূর্যের রশ্মিতে সাতটি রঙ থাকে, সূর্যের সাদা আলো এই সাতটি রঙের মিশ্রণ, যা হল বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?

উত্তরঃ ব্রিটিশ এবং পূর্ব আফ্রিকার দ্বীপ জাঞ্জিবারের মধ্যে যুদ্ধ মাত্র ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল।

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন নদী যার জল সবসময় গরম থাকে?

উত্তরঃ শানে-টিম্পিশকা (Shane-Timpishka), যার নামের অর্থ ‘সূর্যের তাপে সিদ্ধ’। এই নদীটি তার জলের উচ্চ তাপমাত্রার জন্য পরিচিত। এটি আমাজন নদীর একটি উপনদী। এটিকে পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী বলা হয়, যার দৈর্ঘ্য ৬.৪ কিমি। এর তাপমাত্রা ৪৫° সে. থেকে প্রায় ১০০° সে. পর্যন্ত।

৪) প্রশ্নঃ কোন নদী ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে?

উত্তরঃ নর্মদা নদী, যা ভারতকে কেন্দ্রীয় উচ্চভূমি এবং দাক্ষিণাত্য মালভূমিতে বিভক্ত করেছে। এই নদীটি ভারতের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে প্রবাহিত হয়।

৫) প্রশ্নঃ কোন দেশ আজ পর্যন্ত কারো গোলাম হয় নি?

উত্তরঃ আজ পর্যন্ত নেপাল কারও গোলামী করেনি।

৬) প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম প্রাণী কোনটি?

উত্তরঃ পৃথিবীর দীর্ঘতম প্রাণী হল নীল তিমি (Blue whale), যা একটি সামুদ্রিক প্রাণী এবং প্রায় ৩০ মিটার লম্বা। এর ওজন ১৭৩ টন হিসাবে রেকর্ড করা হয়েছে।

৭) প্রশ্নঃ কোন পাখি সিংহকেও মেরে ফেলতে পারে?

উত্তরঃ উটপাখি।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সস্তা মুদ্রা কোন দেশে আছে?

উত্তরঃ ইরানের।

৯) প্রশ্নঃ বিশ্বের প্রথম ট্রেন কোন দেশে চলে?

উত্তরঃ ইংল্যান্ডে।

১০) প্রশ্নঃ জানেন পৃথিবীর শীতলতম স্থান কোথায়?

উত্তরঃ আমেরিকান স্পেস এজেন্সি নাসার মতে, পৃথিবীর শীতলতম স্থান হল অ্যান্টার্কটিকায় অবস্থিত ‘পূর্ব অ্যান্টার্কটিকা মালভূমি’ (East Antarctic Plateau)। এই জায়গায় তাপমাত্রা -৯৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সূত্র: জুম বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়