শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার সেই ব্যঙ্গাত্মক কমোড ‘আমেরিকা’ বিক্রি হলো ১২.১ মিলিয়ন ডলারে!

দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের সথেবি’সের নিলামে ওঠে। ১০১ কিলোগ্রাম  ওজনের, ১৮-ক্যারেট সোনার তৈরি এই শিল্পকর্মটির প্রাথমিক বিড ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

ক্যাটেলান বলেছেন, ‘আমেরিকা’ শিরোনামের এই শিল্পকর্মটি অতি-সম্পদ নিয়ে ব্যঙ্গ করে তৈরি।

তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের মধ্যাহ্নভোজ বা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই।’ 

সথেবি’স এই কমোডটিকে ‘শিল্প উৎপাদন এবং পণ্যের মূল্যের সংঘাতের ওপর একটি তীক্ষ্ণ মন্তব্য’ বলে অভিহিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগ্রাহকের মালিকানাধীন এই টয়লেটটি ছিল ক্যাটেলানের ২০১৬ সালে তৈরি করা দুটি টয়লেটের মধ্যে একটি। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান গঘের একটি পেইন্টিং ধার চাইলে এটি উদ্দেশ্যমূলকভাবে তাকে ধার দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। পরে টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় চুরি হয়ে যায়।

টয়লেট চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তারা টয়লেটটি দিয়ে কী করেছে তা স্পষ্ট নয়। তদন্তকারীরা এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন, তবে মনে করা হয় যে এটি সম্ভবত ভেঙে টুকরো করা হয়েছে এবং গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগের সপ্তাহগুলোতে সথেবি’সের নিউইয়র্ক সদর দপ্তরে ‘আমেরিকা’ শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়