বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় প্রভা তার সেই অভিজ্ঞতার কথা জানান।
ভিডিওবার্তায় প্রভা বলেন, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া কিংবা বেটিংসংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন রাখা হয়।
অভিনেত্রী বলেন, গেমস কিংবা এ ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত ছিলেন না। তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন— সাইটটি কীসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায়— এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।
তিনি বলেন, এরপর তার কাছে চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস দিতে বলা হলো। টোকেন মানি নেওয়ার পর তিনি সেই সাইটের সঙ্গে আছেন বলে একটি ছোট বাইট দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই দর্শকদের মন্তব্যের মাধ্যমে তিনি জানতে পারেন যে— এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইট। অভিনেত্রী বলেন, থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটি একটি জুয়ার প্রমোশন এবং সঙ্গে সঙ্গে জিনিসটা আমি স্থগিত করেছি।
প্রভা বলেন, আমি তো জানতামই না যে, এটি একটি বেটিং, যেটি খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন আমাকে বললেন যে, এটি নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়ল।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন থেকে সরে দাঁড়ান। এবং দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান যে, আমি নাকি বেটিং ওয়েবসাইটের অর্থ জানি না। প্রভা জানিয়ে দেন, তিনি এটি করবেন না। যদিও কোম্পানি তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিলেন। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি সেই কাজ আর করবেন না।
অভিনেত্রী বলেন, ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন কিংবা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান— যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় যে, তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধ জানতে পেরে তা করেননি।