শিরোনাম
◈ নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ◈ ভারতে পালিয়ে থাকা সাবেক এমপির ছেলে সীমান্তে আটক ◈ সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের ‌‘চিফ অব ডিফেন্স ফোর্স’-এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বে প্রথম ১০ ভাষার তালিকায় রয়েছে কোন কোন ভাষা, বাংলা কত নম্বরে

এল আর বাদল : বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় মানুষ কথা বলেন। শুধু ভারতেই মানুষের কথা বলা ভাষার সংখ্যা অনেক। বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় কথা বলা মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলেন? বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? কোন ১০টি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকেন? -- নীলকণ্ঠ ডটইন

২০২৫ সালের সেই তালিকা বলছে ইংরাজিতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলেন। প্রায় দেড়শো কোটি মানুষের মাতৃভাষা হল ইংরাজি। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ। এই চিনে ভাষা ১১০ কোটি মানুষের ভাষা।

তারপরই কিন্তু ভারতের একটি ভাষা স্থান পেয়েছে। বিশ্বে কথ্য ভাষা হিসাবে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে হিন্দি। যে ভাষায় ৬০ কোটি মানুষ কথা বলে থাকেন। চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। পঞ্চম স্থানে মডার্ন স্ট্যান্ডার্ড আরবি ভাষা রয়েছে। ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ফরাসি ভাষার।

তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। যে ভাষায় আনুমানিক প্রায় ২৯ কোটি মানুষ কথা বলেন সারা বিশ্বে। পশ্চিমবঙ্গ সহ লাগোয়া কয়েকটি রাজ্যে বাংলা বলার চল রয়েছে। সেই সঙ্গে বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশের মানুষ।

বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা ভাষার তালিকায় বাংলা ৭ নম্বরে এটা যে কোনও বাংলাভাষী মানুষের জন্য অবশ্যই গর্বের।
বাংলার পরেই তালিকার অষ্টম স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা। নবম স্থানে রয়েছে রাশিয়ান এবং দশম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান ভাষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়