স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন জিমি নিশাম। গ্রুপ পর্ব শেষে চলে যাওয়ার কথা ছিল কিউই এ অলরাউন্ডারের। তবে রাজশাহীর কোচ হান্নান সরকারের অনুরোধে থেকে গেছেন নিশাম।
বিপিএলের ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। তার আগে ২১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ডের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াডে থাকলেও জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। কিউই অলরাউন্ডারের এমন কাজে বেশ খুশি রাজশাহীর কোচ হান্নান।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহীর কোচ লেখেন, 'শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত।
নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।
তিনি আরও যোগ করেছেন, 'বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।