শিরোনাম
◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে বোলিং, ২৩৮ রানে গুটিয়ে গেল ভারত

আড়াইশর আগেই ভারতকে অলআউট করল

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের যুবারা। বিশেষ করে আল ফাহাদকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে ভারতের যুবাদের। একাই ৫ উইকেট শিকার করেছেন এই পেসার। ফাহাদের ফাইফার আর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে আড়াইশর আগেই আটকে দিয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন অভিজ্ঞান কুন্ডু।

শুরুতেই সাজঘরে ফেরেন আয়ুশ মাহাত্রে। ১২ বলে ৬ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন আল ফাহাদ। একই ওভারে ভিদান্ত ত্রিভেদীকেও ফেরান এই পেসার। তাতে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। 

বেশিক্ষণ টিকতে পারেননি ভিহান মালহৌত্র। ৭ রান করে এই ব্যাটার ফিরলে ৫৩ রানে ৩ উইকেট হারায় ভারত। তবে রেপর দলের হাল ধরেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু। ৬৭ বলে ৭২ রান করেছেন সূর্যবংশী। আর ১১২ বলে ৮০ রান করেছেন অভিজ্ঞান। এই দুইজন ছাড়া আর কেউই বলার মতো তেমন ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে ৫ উইকেট শিকার করেছেন ফাহাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়