শিরোনাম
◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন  ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকার রে‌ডিসন হো‌টে‌লে, জামাল ভূঁইয়া বল‌লেন, আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট 

স্পোর্টস ডেস্ক : বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপের সোনালি এই ট্রফি আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে এখন বাংলাদেশে এসে পৌছেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের সোনালি ট্রফিটি এসে পৌঁছায়। সেখানেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এ ট্রফি-বরণ করে নেন। 

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। এর আগে, ২০০২, ২০১৩ ও ২০২২ সালে ট্রফি বাংলাদেশে এসেছিল। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। 

বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি সামনে থেকে দেখার অনুভূতি জানিয়েছেন জামাল ভূঁইয়া। সাংবাদিকদের তিনি বলেন, 'সত্যি বলতে অভিজ্ঞতা খুব জোস ছিল। গিলবার্তো আসছে বিশ্বকাপ ট্রফির সঙ্গে। এটা তো আমার প্রথম বিশ্বকাপ ট্রফি দেখা। তাই খুব ভালো লাগছে।' 

বিশ্বকাপের ট্রফির সাইজ যে নিজের ধারণার বাইরে ছিল, সেটিও অকপটে স্বীকার করে নিয়েছেন জামাল, 'আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, কিন্তু আসলে অনেক বড়। (গিলবার্তোকে) জিজ্ঞেস করছি ওজন কেমন। জানিয়েছে ৭ কেজি পিওর গোল্ড। সো অভিজ্ঞতা খুব ভালো ছিল।

এদিকে বিমানবন্দর থেকে ট্রফি নেয়া হয় হোটেল রেডিসনে। সেখানে ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন। ফিফার স্পন্সর কোকাকোলার ক্যাম্পেইনে বিজয়ীরাও পাবেন বিশেষ সুযোগ। এই প্রতিষ্ঠানই বিগত কয়েকটি আসরে ট্রফি প্রদর্শন করেছে বিশ্বজুড়ে। 

গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর ট্রফি উন্মোচনের মাধ্যমে এই ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি সফরের যাত্রা শুরু হয়। ফিফা এবং তাদের পানীয় অংশীদার কোকা-কোলা যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। দীর্ঘ ১৫০ দিনেরও বেশি সময় ধরে বিশ্বের ৭৫টি স্থানে ৩০টি সদস্য দেশ ভ্রমণ শেষে আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই সফরের সমাপ্তি ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়