শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে ভোট দিতে গিয়ে বিপাকে অক্ষয় কুমার, পা জড়িয়ে সাহায্য চাইলেন এক নারী

ভারতের মুম্বাইয়ে চলছে পৌর নির্বাচন। এ সময় ভোট দিতে যান অনেক বলি তারকারা; যান খিলাড়ি খ্যাত নায়ক অক্ষয় কুমারও। কিন্তু সেখানে গিয়ে এক আবেগঘন পরিস্থিতির মুখে পড়েছেন নায়ক। ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় অক্ষয়ের পা ধরে আকুতি জানান এক নারী। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঘটে এ ঘটনা। ভাইরাল একটি ভিডিওর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এক নারী তার পথরোধ করেন। সে সময় অক্ষয়ের পা ধরে সেই নারী তার বাবার জীবন বাঁচানোর আকুতি জানান। তাৎক্ষণিকভাবে সেই নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন নায়ক, তাকে সাহায্যের আশ্বাস দেন।

সেই নারী হাতে একটি সাদা কাগজ নিয়ে অক্ষয়ের কাছে সাহায্যের প্রার্থনা করেন। ওই নারী বলেন, আমার বাবা খুব বিপদে রয়েছেন। ওনাকে দয়া করে বাঁচান। আমার বাবা ঋণের ভারে জর্জরিত। এই বিপদ থেকে তাকে বেরিয়ে আসত তাকে দয়া করে সাহায্য করুন।

এরপর সেই নারী কান্নায় ভেঙে পড়েন অভিনেতার পা জড়িয়ে ধরেন।

ভক্তের এমন আকুতি দেখে অক্ষয় কুমার তাকে আশ্বস্ত করেন। তিনি ওই নারীকে তার ব্যক্তিগত টিমের সদস্যদের কাছে ফোন নম্বর দিয়ে রাখতে বলেন। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। 

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল। এরপর থেকে অক্ষয় কুমারের এই মানবিক আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়