শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন

আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছিল ইসলামী আন্দোলন।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বলা হয়, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা চলমান রয়েছে। দলটি জানায়, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যভিত্তিক রাজনৈতিক পথচলা জাতির মধ্যে প্রত্যাশা তৈরি করেছে। কিছু অস্বস্তি তৈরি হলেও সমঝোতা নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলো আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবে। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ বার্তাটি পাঠান।

এদিকে আজকের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ সমঝোতার আলোচনায় থাকা ১১ দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ দিন দিন তীব্র হচ্ছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের অবিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইসলামী আন্দোলনের দাবি—অন্তত ১২০টি আসনে তারা দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে নির্বাচন করতে চায়। তবে জামায়াত ৪২টির বেশি আসন ছাড়তে রাজি নয়। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৭টি আসনে ছাড় দাবি করেছে, যা না হলে তারা জোটের বাইরে গিয়ে নিজস্ব প্রতীক ‘রিকশা’ নিয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছে। জামায়াত সর্বোচ্চ ২০টি আসন ছাড় দেওয়ার কথা বললেও এর বাইরে অন্য ইসলামি দলগুলোকে আসন দিতে নারাজ।

এ অবস্থায় আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কি না—তা নিয়ে সংশয় বাড়ছে। সমঝোতা ব্যর্থ হলে জামায়াতের বাইরে অন্যান্য ইসলামি দলগুলো আলাদা একটি নির্বাচনি জোট গঠনের পথে হাঁটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়