শিরোনাম
◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্ট সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। মাত্র ১০০ রুপিতেই দেখা যাবে বাংলাদেশের ম্যাচ।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালির সাথে বাংলাদেশ ম্যাচের টিকিট তুলনামুলক কম দামে পাওয়া যাবে। ---- ডেই‌লি ক্রিকেট

অন্যদিকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের দামগুলো একটি বেশি। সুপার এইট ও সেমিফাইনালের টিকেটের দামও ধরা হয়েছে বেশি।

বাংলাদেশ বনাম ইতালি ম্যাচের প্রিমিয়াম হসপিটালি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচের- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি।

এছাড়া সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ প্রিমিয়াম হসপিটালিতে বসে দেখতে হলে ১০ হাজার রুপি খরচ করতে হবে সমর্থকদের। লোয়ার ব্লক বি ও এল এর টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার রুপি। এছাড়াও লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়