শিরোনাম
◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা 

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের তীব্র সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের জন্য ৬০ ডলারের নতুন টিকেট ছেড়েছে ফিফা। মঙ্গলবার ঘোষণা করা নতুন এই টিকেটের নাম দেওয়া হয়েছে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’।

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় আসর। আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই ৬০ ডলার মূল্যের টিকেট নিয়ে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। তবে ম্যাচ প্রতি এই টিকেটের সংখ্যা খুব বেশি নয়। --- অলআউট স্পোর্টস

এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে তাদের ম্যাচগুলোর মোট টিকেটের ৮ শতাংশ দিয়েছে ফিফা। তবে ওই টিকেটের মূল্য নিয়েই শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা।

টিকেট ছাড়ার পর দেখা যায়, ফিফা ঘোষিত টিকেট মূল্যের চেয়েও কোনো কোনো অংশে তা বেশি। এরপরই ফিফাকে ‘ধোঁকাবাজ’ হিসেবে আখ্যা দেয় বিভিন্ন ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠনগুলো।

ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিল ফিফা। তারা জানায়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকেট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।

এর আগে আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ১২০ থেকে ২৬৫ ডলারের মধ্যে। আর ফাইনালের সর্বনিম্ন টিকেটের মূল ধরা হয়েছিল ৪ হাজার ১৮৫ ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়