স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। এই ম্যাচে না খেললেও আলোচনায় বাংলাদেশ। কারণ আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করছে- টাইগারদের সুপার ফোরে খেলা। তাই হঠাৎ করে বাংলাদেশের সমর্থকরা বনে গেছেন শ্রীলঙ্কার ডাই হার্ড ফ্যান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই তৈরী হয় বাড়তি উত্তেজনা। দুই দেশের সমর্থকদের মধ্যেও থাকে তুমুল আগ্রহ। এমনকি ক্রিকেট বিশ্লেষকরাও করে থাকেন নানা আলোচনা। -- ডেইলি ক্রিকেট
বাংলাদেশ ও শ্রীলঙ্কার এ লড়াইকে অনেকেই মজা করে ডাকেন ‘নাগিন ডার্বি’ নামে। অথচ সেই টাইগার সমর্থকরা, নিজেদের স্বার্থে সমর্থন দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লঙ্কানদের।
যার ছাপ পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের অফিশিয়াল পেইজ গুলোতে ‘কাম অন লায়ন’ লিখে কমেন্ট করছে টাইগার সমর্থকরা। যা নজর এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের। ফেসবুক স্টোরিতে সেই কমেন্টগুলোর একটি স্ক্রিনশট আপলোড দিয়েছে তারা।
গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই জয়ের বিপরীতে এক হারে ৪ পয়েন্ট নিয়ে লিটন দাসের দল আছে নানা সমীকরণ মেলানোর অপেক্ষায়। তবে টাইগারদের হাতে কোনো কিছু নেই। সব নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।
সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশের জন্য সমীকরণ হলো- ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে উঠবে টাইগাররা। তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা। আর আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে সমীকরণ মেলাতে হবে। তখন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান চার।
তবে রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তান সরাসরি চলে যাবে সুপার ফোরে। শ্রীলঙ্কাও টাইগারদের চেয়ে রান রেটে এগিয়ে আছে। আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করলে, রান তাড়ায় ১২৮ করলেই সুপার ফোরে উঠে যাবে শ্রীলঙ্কা। রশিদ খানরা আগে ব্যাট করে ১৫০ রান করলে সুপার ফোরে উঠতে লঙ্কানদের ৮৪ করলেই চলবে।
এছাড়া শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে ১১-১২ ওভারের মধ্যে আফগানদের জিততে হবে। তাহলে সুপার ফোরে উঠতে পারবে বাংলাদেশ।