শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সামনে যে সমীকরণ সুপার ফোরে যেতে

ম্যাচ জেতানো ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে আসা তানজিদ হাসান তামিমকে সমীকরণ নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, 'মাত্র তো খেলা শেষ হলো। এখনো দেখিনি, দেখতে হবে।'

 আফগানিস্তানের সঙ্গে ছিলো বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে আপাতত হাসি চওড়া করেছেন লিটন দাসরা। টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয়ে টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ কিছু যদি, কিন্তুর উপর।

'বি' গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট -০.২৭০। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +১.৫৪৬ রান রেট নিয়ে।

এই গ্রুপে তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই আর রানরেট +২.১৫০।  এখন এই তিনটি দলেরই আছে সুপার ফোরে যাওয়ার।  বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই হিসেব হয়ে যাবে কঠিন। তখন অনেক কঠিন হিসেব মিলতে হবে।

এই গ্রুপে এখনো সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রানরেটে তবে রশিদ খানদের চাই বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায় তাহলে আফগানিস্তানের সঙ্গে সেরা চারে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা হয়ে যাবে ক্ষীণ। তখন লঙ্কানদের স্কোর ৫০ বল আগে যদি পেরিয়ে যায় আফগানিস্তান, তাহলে নেট রানরেটে চারিথা আসালাঙ্কাদের টপকে যাবে বাংলাদেশ।

নিজেদের কাজটা করে এখন বাংলাদেশের ক্রিকেটাররা তাকিয়ে থাকবেন শেষ ম্যাচের দিকে। যদি সমীকরণ মিলে যায় তাহলে সুপার ফোরে বাংলাদেশ উঠবে গ্রুপের দ্বিতীয় হয়ে। সেক্ষেত্রে তাদের সব ম্যাচ পড়বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি, কিন্তুর হিসাব-নিকাশ মাথায় নিয়ে বুধবার আবুধাবি থেকে দুবাই চলে যাবে বাংলাদেশ দল। তবে নিশ্চিতভাবেই তাদের মন পড়ে থাকবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১৮ সেপ্টেম্বর মীমাংসা হবে 'বি' গ্রুপের। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়