বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।রণবীর-আলিয়ার ঘরে নতুন অতিথি আসার পর আলোচনা শুরু হয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতিদের নিয়ে। নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যে নতুন অতিথি আসতে পারে।
তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে কিছুই বলেননি, বরং প্রসঙ্গ এড়িয়ে গেছেন সবসময়।
সম্প্রতি এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকের ধারণা, বেবি বাম্প আড়াল করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন। সেসময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে দুজনের কেউই কারও সঙ্গে কথা বলেননি।
সূত্র মতে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাই কোনো নতুন ছবির কাজও নেননি তিনি।
এর আগে ২০২৪ সালে ব্যাড নিউজ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ভিকিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গুড নিউজ আসলেই (সন্তানের খবর) আমরা খুব খুশি মনেই আপনাদের জানাবো।
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।