শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিদ তামিমের ফিফটিতে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ দুই ইনিংসেই নামের সুবিচার করতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে আবুধাবিতে আজ জ্বলে উঠেছে তার ব্যাট। যদিও দারুণ শুরুর পরেও ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে বাঁহাতি ওপেনারের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে আজ দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজনে মিলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রানে এনে দেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিংরুমের পথ ধরেন টুর্নামেন্টে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সাইফ। ২ চার ১ ছক্কায় ৩০ রানে রশিদ খানের বলে বোল্ড হন তিনি।

দ্রুত ফেরেন লিটন দাসও। নুর আহমেদের বলে আউট হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক করেছেন ৯ রান। তবে অন্য প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তানজিদ তামিম। কিন্তু ফিফটি করার পরেই বিদায় নেন তিনি।

নুরের শিকার হওয়ার আগে ১৬৭.৭৪ স্ট্রাইকরেটে খেলেন ৫২ রানের ইনিংস। ৪ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকানোর পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি।

এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম। বর্তমানে তার ছয়ের সংখ্যা ২৬। ২৩ ছক্কা নিয়ে এই সংস্করণে দুই আছেন পারভেজ হোসেন ইমন।

শুরুটা দারুণ করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। কেননা একটা সময় ১২ ওভারে ২ উইকেটে ৯৫ রান করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ৪৮ বলে মাত্র ৫৯ রান নিতে পেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। ফিনিশিংটা ভালো করতে পারলে ১৫৪ নয় আরো বড় স্কোর দাঁড় করাতে পারত বাংলাদেশ। হবে কি করে শেষ ৪৮ বলের ১৮ টাতে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়