শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইলের কার্যকলাপের কারণে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টির নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'ইসরাইল আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি ধোয়া-মোছা চালিয়ে যেতে পারে না।

স্পেনের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, ইসরাইলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত। গত রোববার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর স্পেনের প্রধানমন্ত্রীকে 'লজ্জাজনক' বলে অবিহিত করেন এবং অভিযোগ করেন যে তিনি মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ উসকে দিয়েছেন। এই বিক্ষোভের কারণে ভুয়েলতা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ ধাপ বাতিল করতে হয়, যেখানে একটি ইসরায়েলি দল অংশ নিচ্ছিল।

এর আগে একই দিনে সানচেজ বলেন, তিন সপ্তাহব্যাপী রেস চলাকালে হওয়া পূর্ববর্তী বিক্ষোভগুলো প্রমাণ করেছে যে গাজা ইস্যুতে স্পেন 'গৌরবান্বিত উদাহরণ' হিসেবে দাঁড়িয়েছে। সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও চূড়ান্ত ধাপের বিক্ষোভকে স্বাগত জানান। সরকারি হিসাব অনুযায়ী, এতে প্রায় এক লাখ মানুষ অংশ নেন।

ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী অস্কার লোপেজ বলেন, 'হাজার হাজার মানুষ যখন এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামে, আমার কাছে এটা স্বস্তির। কারণ এটা গণহত্যা, এর অন্য কোনো নাম নেই। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়