মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় এই ৩ চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭) একই গ্রামের :সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জে শিবনারায়নপুর গ্রামের ছাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে জেকে পোলাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ২০১/৫৯-এস এলাকা দিয়ে নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ৩জন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ভারতীয় ৭০ রূপি জব্দ করা হয়।
অধিনায়ক আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।