স্পোর্টস ডেস্ক : ম্যাচ হারলেও লড়াই করেছে হংকং, যা পারেনি বাংলাদেশ। অনেক চড়াই উতরাই পেরিয়ে হংকংকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাট করে ১৪৯ রান করে হংকং। জবাবে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। শেষের দিকে এসে দারুণ এক ক্যামিও খেলে হলঙ্কানদের জয়ের নায়ক হয়েছেন হাসারাঙ্গা। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।
হংকংয়ের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানেই শ্রীলঙ্কা হারায় কুশল মেন্ডিসের উইকেট। এরপর কামিল মিশ্রা ও পাথুম নিশাঙ্কা মিলে লঙ্কানদের সংগ্রহ পঞ্চাশ পার করেন। মিশ্রা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। মিডল অর্ডারে তাকে ভালোই সঙ্গ দয়েছেন কুশাল পেরেরা। -- ক্রিকফ্রেঞ্জি
এই দুজনে ৩৪ বলে যোগ করেন ৫৭ রান। নিশাঙ্কা ৪৪ বলে ৬৮ রান ও পেরেরা ১৬ বলে ২০ রান করে ফিরলে লঙ্কানরা রান তুলতে হাঁসফাঁস শুরু করে। যদিও শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ক্যামিও খেলে লঙ্কানদের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিজাকাত খানের হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। ব্যাটিংয়ে নেমে হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রান যোগ করেন দুই ওপেনার জিশান আলী ও অংশুমান রাঠ।
এই জুটি ভাঙেন শ্রীলঙ্কার পেসার দুশমান্থ চামিরা। ১৭ বলে ২৩ রান করা জিশান ক্যাচ দিয়েছেন টপ এজ হয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত ফিরেছেন দ্রুতই। ফলে ৫৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে হংকং।
এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পার করেন রাঠ ও নিজাকাত খান। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে চামিরার দ্বিতীয় শিকার হন রাঠ। উড়িয়ে মারতে গিয়ে তিনি স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন কামিন্দু মেন্ডিসকে। দুইবারের চেষ্টায় সেই ক্যাচ নিয়েছেন লঙ্কান এই ফিল্ডার।
ইয়াসিম মুর্তজা অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি নিজাকাতকে। তিনি ১০ বলে ৯ রান করে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েছেন দুশমান্থ চামিরার হাতে। এরপর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে হংকংকে পথ দেখান নিজাকাত। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত।