স্পোর্টস ডেস্ক : ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলসকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম মানব হয়েছেন জ্যামাইকার অবলিক সেভিল।
রোববার টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সেরা ৯ দশমিক ৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন সেভিল। ৯ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন তার স্বদেশি ও অলিম্পিকসে রূপাজয়ী কিশেইন টমসন। প্যারিসে ২০২৪ অলিম্পিকসে সোনা জেতা লাইলস হয়েছেন তৃতীয়। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার দৌড় শেষ করেন ৯ দশমিক ৮৯ সেকেন্ডে। ---- অলআউট স্পোর্টস
সেভিলের দ্রুততম মানব হওয়ার সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্বদেশি আটবারের অলিম্পিক সোনাজয়ী উসাইন বোল্ট। ২০১৭ সালে অবসর নেওয়া এই স্প্রিন্টার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জিতেছিলেন।
অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে সোনা জিতেছেন মেলিসা জেফারসন-উডেন। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। সব মিলিয়ে এটি এই ইভেন্টে সর্বকালের চতুর্থ দ্রুততম সময়।
জেফারসন-উডেন প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।
রূপা জিতেছেন জ্যামাইকার টিয়া ক্লেটন। তিনি সময় নেন ১০ দশমিক ৭৬ সেকেন্ড। প্যারিসে সোনা জেতা সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ১০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।
অন্যদিকে ইতিহাস গড়ে ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন ফ্রান্সের জিমি গ্রেসিয়ের। ১৯৮৩ সালের পর পূর্ব আফ্রিকার বাইরের কোনো দৌড়বিদ হিসেবে এই ইভেন্টের চ্যাম্পিয়ন হলেন তিনি। নিজের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে তিনি সময় নেন ২৮ মিনিট ৫৫ দশমিক ৭৭ সেকেন্ড।
মেয়েদের ম্যারাথনে ইথিওপিয়ার টিগিস্ট আসেফাকে পেছনে ফেলে সোনা জিতেছেন পেরেস জেপচিরচির। টোকিও অলিম্পিকে সোনা জেতা কেনিয়ার এই দৌড়বিদ ২ ঘণ্টা ২৪ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। প্যারিস অলিম্পিকে সোনা জেতা আসেফা মাত্র ২ সেকেন্ড বেশি সময় নিয়ে রূপা জেতেন।