স্পোর্টস ডেস্ক :ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এশিয়া কাপে বাংলাদেশকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। তবে ক্রীড়া উপদেষ্টাকে জয় উপহার দিতে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার কাছে লিটন কুমার দাসের দল হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।
এমন হারের পর টাইগারদের সুপার ফোরে ওঠা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ক্রিকেটারদের হতাশ না হওয়ার উপদেশ দিয়েছেন আসিফ মাহমুদ। এখনো আশাবাদী থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘হতাশার কিছু নেই। আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতা নিয়ে একটা সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে গতকাল বাংলাদেশ দলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ। সেখানে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই। দলকে শুধু বেস্ট অব লাক জানিয়েছি আর তাদের কথা শুনেছি।’
শ্রীলঙ্কার কাছে হারলেও সুপার ফোরে যাওয়ার এখনো সম্ভাবনা রয়েছে টাইগারদের। সেক্ষেত্রে আফগানিস্তানকে হারাতে তো হবেই সেই সাথে তাকিয়ে থাকতে হবে বিভিন্ন সমীকরণের দিকে।
একই কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর ডিপেন্ড করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে।