শিরোনাম
◈ মহেশখালীতে ডাকাতের গুলিতে ৩ পুলিশ গুলিবিদ্ধ, গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ◈ বিতর্কে স্থগিতের পর আবার শুরু জাবি জাকসু নির্বাচনের ভোটগ্রহণ ◈ ফরিদপুরে এবার রেলপথও অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ◈ ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা ◈ কাতারে বেঁচে যাওয়া হামাস নেতাদের পরেরবার হত্যা করবে ইসরায়েল: যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ◈ অবশেষে নেপালের বিমানবন্দরে জামালরা, ফিরছেন দেশে ◈ শামীম ওসমান ছাত্রলীগের ভোট শিবিরকে দিতে বলেছে, প্রশ্ন গোলাম মাওলা রনির (ভিডিও) ◈ বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডাকসুর ফলাফলকে কীভাবে দেখছে ◈ নেপালে বাংলাদেশি পরিবার হামলার শিকার, রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর ◈ ‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাঙ্গেরির বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো পর্তুগাল, রোনাল‌দোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই‌য়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ১টি গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন ৪০ বছর বয়সী রোনালদো। একই সঙ্গে একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।

আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তার দখলে। এবার তিনি ভাগ বসিয়েছেন ফিফা বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলের রেকর্ডে। 

হাঙ্গেরির বিপক্ষে রোনালদো খেলেছেন ক্যারিয়ারের ৪৯তম ফিফা বিশ্বকাপ বাছাই। সব মিলিয়ে গোল করেছেন ৩৯টি। ৪৭ ম্যাচে ৩৯ গোল করে আগে রেকর্ডটির একক মালিক ছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ।

রুইজকে স্পর্শ করার অনেক আগেই অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ৭২ ম্যাচে আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা ৩৬। মেসির সঙ্গে এ ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আছে রোনালদোর সামনে। কারণ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার আর একটি ম্যাচ থাকলেও সেখানে খেলবেন না ৩৮ বছর বয়সী মেসি। পরের বাছাইয়ের আগে তো তিনি অবসরেই চলে যাবেন। অন্যদিকে আরও চারটি ম্যাচ পাচ্ছেন রোনালাদো।

এদিকে হাঙ্গেরির বিপক্ষে দলকে জেতাতে রোনালদো ছাড়াও গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছেন বার্নার্দো সিলভা ও জোয়াও কানসেলো। ২১তম মিনিটে বার্নাবাস ভার্গার গোলে পিছিয়ে পড়ার পর দলকে ৩৬তম মিনিটে সমতায় ফিরিয়েছিলেন বার্নার্দো। 

এরপর পেনাল্টি থেকে ৫৮তম মিনিটে লিড এনে দেন রোনালদো। ৮৪তম মিনিটে ভার্গার দ্বিতীয় গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। এক মিনিট পর পর্তুগিজদের জয়সূচক গোলটি এনে দেন কানসেলো। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়