স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ২৫ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হয়েছিল। এরপর অনেক রেকর্ডই হয়েছে টাইগারদের সঙ্গী। তবে একটি রেকর্ডে এখনো আইসিসির পূর্ণ সদস্য না হওয়া উগান্ডার পেছনে পড়ে গেছে বাংলাদেশ।
গতকাল ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রানে জিতেছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নির্দিষ্ট এক ভেন্যুতে এটি তাদের ২০তম জয়। -- ডেইলি ক্রিকেট
এক ভেন্যুতে ২০ জয়ের রেকর্ড টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আছে আর বাংলাদেশের। অবাক করা তথ্য হলেও সত্যি, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একই ভেন্যুতে অন্তত ২০টি টি-টোয়েন্টি জেতা দল এই দুটিই।
তবে সব দেশের হিসাব করলে সবার ওপরে আফ্রিকার দেশ উগান্ডা। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ৩৯ ম্যাচ খেলে ৩৫টি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। তিনে থাকা তানজানিয়া গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ম্যাচে ২২ জয় পেয়েছে। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি–টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। পাঁচে আছে আফগানিস্তান।
একটি রেকর্ডে অবশ্য আফগানিস্তানই শীর্ষে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম দল হিসেবে তারা বিদেশের মাটিতে ২০টি ম্যাচ জিতেছে।