শিরোনাম
◈ বাড়িতে হা-মলা, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (ভিডিও) ◈ রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্তি আইজিপি শামসুদ্দোহা ◈ প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, অক্টোবরে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা ◈ ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০ ◈ ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজ, কী ঘটতে যাচ্ছে? (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকার কাগুজে বাঘ, বাস্ত‌বে নিন্দা আর বিবৃতির  ◈ এবার ড. ইউনূস সরকারকে চাপে রাখতে দিল্লির বাংলাদেশবিরোধী সেমিনার আয়োজন! ◈ শক্তিশালী ঝড় ‘কিকো’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে ◈ ৬ দিন পর জ্ঞান ফিরেছে সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে ◈ তুরস্কে জাহাজ রপ্তানি করছে বাংলাদেশ!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মায়োর্কাকে ২-১ গোলে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : খেলার শুরুটা ভা‌লো ছি‌লো না রিয়া‌লের। যার ফ‌লে প্রথম গোল খে‌য়ে পি‌ছি‌য়ে প‌ড়ে তারা। তবে আর্দা গুলের ও ভিনিসুস জুনিয়রের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত টানা তৃতীয় জয়ে মাঠ ছা‌ড়ে রিয়াল মা‌দ্রিদ। -- অলআউট স্পোর্টস

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারায় রিয়াল। স্বাগতিকদের গোলের সংখ্যা আরও বাড়তে পারতো। কিন্তু তিনবার বল জালে জড়ালেও অফসাইড ও হ্যান্ডবলের কারণে ভিএআর তা বাতিল করে দেয়।

৫৮ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখা স্বাগতিকরা গোলের জন্য ১৭টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে নয় শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে মায়োর্কা।

প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকা রিয়ালের হয়ে সপ্তম মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ভিএআর পরীক্ষায় দেখা যায় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল নেওয়ার সময় অফসাইডে ছিলেন এই ফরোয়ার্ড।

১৮তম মিনিটে আচমকাই গোল হজম করে বসে রিয়াল। তবে প্রথম কুলিং বিরতির পর ম্যাচের চিত্র বদলে দেন গুলের-ভিনিসুস। ৩৭তম মিনিটে ছোট করে নেওয়া কর্নারের পর আলভারো কারেরাস ক্রস করেন বক্সে। দূরের পোস্টে ডিন হুইসেনের হেড পাসে অন্য পাশে হেডেই বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান গুলের।

পরের মিনিটে ফেদেরিকো ভালভের্দের কাছ থেকে নিজেদের অর্ধে পাওয়া বল একাই টেনে নিয়ে বক্সে ঢোকেন ভিনিসুস। বক্সে থাকা প্রতিপক্ষের দুইজন খেলোয়াড়কে এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকবার বল জালে জড়ান এমবাপ্পে। কিন্তু এবারও অফসাইডের কারণে ভিএআর তা গোল দেয়নি। ৫৫তম মিনিটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান গুলের। কিন্তু শট নেওয়ার আগে বল তুরস্কের এই মিডফিল্ডারের হাতে লাগে। লম্বা সময় ভিএআরে পর্যালোচনার পর হ্যান্ডবলের সংকেত দেন রেফারি।

৬৬তম মিনিটে রিয়ালকে নিশ্চিত দ্বিতীয় গোল হজম করা থেকে বাঁচান কাররেরাস। সামু কস্তার ভলি দূরের পোস্ট দিয়ে জালে জড়ানোর পথে ছিল, কিন্তু পা বাড়িয়ে গোললাইন থেকে তা ফিরিয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বাকি সময় গোলের জন্য চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি রিয়াল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে আলোনসোর দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়